দুদকের ডাকে সাড়া দেননি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি।
জানা যায়, গত সপ্তাহে দুদক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৪ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সাথে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই ১৪ জনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম কাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ বছরে মন্ত্রী-এমপিদের মধ্যে কারও আয় অস্বাভাবিকভাবে বেড়েছে, কারও বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। তাদের সম্পদ বাড়ার হার সর্বনিম্ন ১০০ থেকে কয়েক হাজার গুণ। কারও কারও ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লক্ষ গুণ পর্যন্ত। নির্বাচনী হলফনামার তথ্য নিয়ে টিআইবির করা এক অনুসন্ধান প্রতিবেদনের সূত্র ধরে সাবেক মন্ত্রী ও এমপিদের অর্জিত অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে।
উল্লেখ, গত ৫ আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ খাগড়াছড়ির আওয়ামীর লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। এদিকে পরিবর্তীত প্রেক্ষাপটে কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগিদের বিরুদ্ধে জেলায় একাধিক মামলা হয়েছে।