দুদিনের সরকারি সফরে থানচি যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থানচি উপজেলায় দুদিনের সরকারি সফরে যাচ্ছেন। মন্ত্রীর আগমন উপলক্ষ্যে উপজেলায় আইনশৃঙ্খলা বেষ্টনীসহ সকল প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী হেডম্যান কারবারি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকদের সেদিন উপস্থিত থাকা জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা বলিপাড়া ইউনিয়নের মংনাই পাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে অর্থায়নের কয়েকটি উন্নয়ন প্রকল্প ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । একই দিনের বিকেল ৫টা স্থানীয় মাল্টিপারপাস হল রুমে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
দ্বিতীয় দিন বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে অর্থায়নের হত দরিদ্র দুস্থ ১২শ ৮৪ পরিবারকে উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল বিনামূল্য বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও রেমাক্রী বাজারে নির্মিত পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করবেন।