parbattanews

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর খেলধুলা সামগ্রী বিতরণ

প্রেসবিজ্ঞপ্তি:

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় খেলাধুলার  সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী খাগড়াছড়ি জোন।

বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের দুইটি পাড়ায় খেলাধুলা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি।

এসময় মুসলিমপাড়ার পক্ষ হতে মো. তাজুল ইসলাম, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং ৬ নং প্রকল্পপাড়ার পক্ষ হতে রিপন চাকমা খাগড়াছড়ি সদর জোনের ভাইবোনছড়া আর্মি ক্যাম্পে এসে এসব সামগ্রী গ্রহণ করেন।

খেলাধুলার সামগ্রী পেয়ে আগত এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাহাড়ে বসবাসরত আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version