parbattanews

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে দীঘিনালা জোনের আর্থিক সহায়তা

দীঘিনালায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, উপজেলার ৬টি পূজা মন্ডপে জোন অধিনায়কের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মন্দির পরিচালনা কমিটির সভাপতির নিকট পূজামন্ডপ ভিত্তিক নগদ অর্থ সহায়তা তুলে দেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট হাসিন আনজুম।

বোয়ালখালী শ্রী শ্রী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল কান্তি সেন জানান, দীঘিনালা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা আর্থিক সহায়তা পেয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় পাহাড়ি বাঙ্গালীদের যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান গুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা করে আসছে এছাড়া ও সাম্প্রদায়িক উন্নয়নে কাজ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট হাসিন আনজুম জানান, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতা ও সম্প্রীতির কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

Exit mobile version