দুর্গাপূজা উপলক্ষে মহালছড়ি জোনের উদ্যোগে উপহার প্রদান
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা ও শারদীয় উপহার দেওয়া হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি’র সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সকল সেনা সাবজোন কমান্ডারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহালছড়ি, স্থানীয় বাঙালি জনপ্রতিনিধি, সকল ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারি, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আয়োজন নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের উদ্দেশ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।
তিনি পূজা উদযাপনের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনার আলোকে সবাইকে সতর্ক অবস্থানে থাকার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন ও ভবিষ্যতে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাধ মিলিয়ে কাজ করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া সবাইকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে সম্প্রীতির মহালছড়ি গড়ার অনুরোধ জানিয়ে দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডপ আয়োজনকারীদের হাতে শারদীয় উপহার তুলে দেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।