দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢাকা রোয়াংছড়ি

fec-image

বান্দরবানের রোয়াংছড়িতে প্রতিবছরের ন্যায় এবারও হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোয়াংছড়ি উপজেলার সদর মণ্ডপে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক প্রত্যক্ষ পূজা পূর্ববর্তী প্রস্তুতিসহ জাঁকজমকপূর্ণ এ উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও এ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় উপজেলার সাব জোনের কমান্ডার মেজর ইয়াসিন কর্তৃক ইতিপূর্বে পূজা মণ্ডপ পরিদর্শন সহ সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিজিবি মোতায়েনসহ স্থানীয় গ্রাম পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় আজকে সপ্তমীতে রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর ইয়াসিন সহ উপজেলার অন্যান্য স্থানীয় কর্মকর্তা নেতৃবৃন্দসহ পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে নগদ ১৫ হাজার টাকা ও ৫ কেজি মিষ্টি ও জিলাপি বিতরণ করা হয়।

সেনাবাহিনীর প্রত্যক্ষ উপস্থিতি সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত এ তিন স্তরের যে নিরাপত্তা বলয় গ্রহণ করা হয়েছে। তাতে জনমনে প্রশান্তিসহ সংখ্যালঘুদের এ ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে অত্যন্ত আনন্দের প্রতিফলন ঘটেছে বলে সাধারণ জনগণ বিশ্বাস করে।

এ সময় পূজা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক নেপাল কান্তি দাশের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও সেনাবাহিনীর পক্ষ হতে সার্বিক সহায়তা সহ নগদ অর্থ সহায়তা পাওয়ায় পূজা অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের এই অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা বলে ও জাঁকজমকপূর্ণ করে তোলার উদ্দেশ্যে সেনাবাহিনীর পক্ষ হতে যে সরব উপস্থিতি রয়েছে, তা দশমী পর্যন্ত প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনের সময় সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর ইসলাম, ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, আনসার ও ভিডিপি কমান্ডার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. মিজানুর রহমান, পূজা মন্ডপের মনিটরিং কমিটি সদস্য ছাত্র-জনতার সমন্বময়ে গঠিত মনিটরিং কমিটি সদস্য ছাত্র প্রতিনিধি ঢাকা ইউডা ইউনিভার্সিটি শিক্ষার্থী অংহ্লাচিং মারমা, পূজা উদযাপন কমিটি সভাপতি ও অবসর প্রাপ্ত শিক্ষক নেপাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক রুপন পাল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন