রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্ঘটনায় পা হারানো ট্রলি চালক মকবুল হোসেন (৩৫) এর কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ মানবিক বিবেচনায় তিনজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সহায়তার ব্যবস্থা করেন।মঙ্গলবার রাতে উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপজেলা বিএনপির নেতা ও কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ওমর আলী, বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও হার্ডওয়ার ব্যবসায়ী মো. নূর উদ্দিন রাজু দুর্ঘটনায় পা হারানো মকবুল হোসেনের হাতে নগদ ৭৫,৫০০ টাকা সহায়তা হস্তান্তর করেন।এসময় মকবুল হোসেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দাতাদের জন্য দোয়া করেন। এ বিষয়ে বিএনপি ও ব্যবসায়ী নেতা ওমর আলী বলেন, "সম্পূর্ণ মানবিক বিবেচনায় এবং আমাদের জনকল্যাণমূলক কাজের নিয়মিত অংশ হিসেবে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"