দুর্ঘটনায় পা হারানো ট্রলি চালক মকবুল পেলেন কৃত্রিম পা সংযোজনের সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্ঘটনায় পা হারানো ট্রলি চালক মকবুল হোসেন (৩৫) এর কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ মানবিক বিবেচনায় তিনজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সহায়তার ব্যবস্থা করেন।মঙ্গলবার রাতে উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপজেলা বিএনপির নেতা ও কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ওমর আলী, বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও হার্ডওয়ার ব্যবসায়ী মো. নূর উদ্দিন রাজু দুর্ঘটনায় পা হারানো মকবুল হোসেনের হাতে নগদ ৭৫,৫০০ টাকা সহায়তা হস্তান্তর করেন।এসময় মকবুল হোসেন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দাতাদের জন্য দোয়া করেন। এ বিষয়ে বিএনপি ও ব্যবসায়ী নেতা ওমর আলী বলেন, "সম্পূর্ণ মানবিক বিবেচনায় এবং আমাদের জনকল্যাণমূলক কাজের নিয়মিত অংশ হিসেবে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।" 
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন