parbattanews

দুর্দান্ত খেলে লক্ষীপুরের সাথে ১-০ গোলে জয় পেয়েছে বান্দরবান

বান্দরবান ফুটবল জেলা দল আরো একটি জয় পেয়েছে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টের খেলায় নিজ মাঠে এই জয় পান তারা। সোমবার (৩০নভেম্বর) বিকালে বান্দরবান স্টেডিয়ামে বান্দরবান জেলা দল প্রতিদ্বন্ধিতা করেছিল লক্ষীপুরের সাথে।
খেলার শেষ বাঁশি পর্যন্ত বান্দরবান আক্রমনের পর আক্রমন, মাঠ নিয়ন্ত্রণ, দুর্দান্ত পাসিং ভরা ম্যাচে প্রথমার্ধে একমাত্র গোলটি করেন দলের ১৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ।

দ্বিতীয়ার্ধে লক্ষীপুরের জালে আরও একটি বল পাঠানো হলেও রেফারী তার আগে বাঁশি বাজিয়ে জানিয়ে দেয় অফসাইট। এছাড়া ভাল গতির বল ডেলিভারী দেওয়া গেলে আরো অন্তত ৪টি গোল দিতে পারতো বান্দরবান জেলা দল এমনি জানিয়েছেন মাঠে উপস্থিত সাবেক ফুটবলাররা।

এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বান্দরবান স্টেডিয়াম গ্যালারীতে হাজারো দর্শকের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তাই খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণকালে বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম বলেন- স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস ছিল নির্ভেজাল। আগামীতেও খেলার মাধ্যমে বান্দরবানে স্টেডিয়ামে দর্শক সমাগম হবে এমনটি প্রত্যাশা করেন তিনি। এসময় পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরো খেলা জুড়ে বান্দরবান জেলা দলের হয়ে নৈপুণ্যতা দিয়ে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার অর্জন করেছেন মনজুরুল ইসলাম শাহীন। বৈচিত্রময় উপস্থাপনায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।

Exit mobile version