parbattanews

দুর্নীতির দায়ে আটক কক্সবাজারের ইউপি চেয়ারম্যান-সচিব

ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন ও সচিব রিয়াজুল হক

ভূয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সচিব রিয়াজুল হককে (বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সচিব) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে কক্সবাজার কলাতলি থেকে আটক করা হয়।

দুদক সুত্র জানায়, ভুয়া ১২টি প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাত করেছে ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন ও তৎকালীন সচিব রিয়াজুল হক। এ দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাদের আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জোনের উপ-সহকারি পরিচালক মো: রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতের আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

Exit mobile version