দুর্যোগ থেকে জানমালের রক্ষা পেতে সকলকে সাবধানে থাকতে হবে

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার প্রতিনিধি এসআই মো. শাহাবুর আলম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডাক্তার বেলাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিগর্ব উপস্থিত ছিলেন।
সভায়, বর্তমান মৌসুমে অগ্নি দুর্ঘটনা, ঘূর্ণিঝড়, পাহাড় ধসসহ যেকোন দুর্যোগ থেকে জানমালের রক্ষা পেতে সকলকে সাবধানে থাকতে হবে। এছাড়াও মটরবাইক চালকদের সচেতন করা, সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে গ্লাস লাগানো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।