parbattanews

দুস্থ পরিবারের মাঝে দীঘিনালা জোনের আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা জোনের উদ্যোগে এক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুস্থ ওই নারীর নাম মাজেদা বেগম (৫৪) সে কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর স্ত্রী। রোববার (২৯ আগস্ট) সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন, দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মো. সাফায়েতুর রহমান।

জানা যার, উপজেলার কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর স্ত্রী মাজেদা বেগম দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবনযাপন করছে। পরে বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে, দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়।

রোববার সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. সাফায়েতুর রহমান, মাজেদা বেগমের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

আর্থিক সহায়তা পেয়ে মোছা. মাজেদা বেগম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

এব্যাপারে দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. সাফায়েতুর রহমান জানান, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Exit mobile version