দূর্গম পানছড়ি এলাকায় চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ
পার্বত্য চট্টগ্রাম শান্তিচূক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের আওতাধীন কাপ্তাই উপজেলার দূর্গম পানছড়ি এলাকায় জোনের পক্ষ হতে বুধবার ১শত ৫০ জন দুস্থ, অসহায় ও গরীব পাহাড়ি জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সেইসাথে ৩শত ২০ জন অসুস্থ রোগীকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ৫৬ অটল কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এইসময় জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার, বাঙ্গালহালিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।
বিতরণকালে জোন কমান্ডার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাপ্তাই জোন সব সময় মানুষের পাশে আছে এবং থাকবেন। ভবিষ্যতেও দূর্গম এ পার্বত্য এলাকায় এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, পাহাড়ের উন্নয়নে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে তাদের কে প্রতিহত করতে হবে। উন্নয়ন মানে শান্তি। ফলে সকলকে শান্তিতে বসবাস করার জন্য জোন অধিনায়ক আহ্বান জানান।