দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সবার প্রতি নির্দেশ, যাতে সুন্দর নির্বাচন হয়। ভোট কেন্দ্রে বাধা প্রধান, মানুষ মারার ঘটনা গুলো চলবে না। এধরনের কর্মকান্ড কোন ক্রমেই হতে দেয়া হবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই দেশবাসীকে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিইসি'র ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ার সদর বড়ঘোপ মৌলভী বাড়িতে পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মাষ্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি মো: আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, চট্টগ্রামস্থ ইসলামিয়া তাহফিজুল কুরাআন একাডেমির পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ বক্তব্য রাখেন।