দেশব্যাপী ইসকনের অরাজকতার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ
ইসকন কর্তৃক সারাদেশে সংঘটিত অরাজকতা, জাতীয় পতাকার অবমাননা, দেশবিরোধী অপপ্রচার, আইনজীবী হত্যা, এবং ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বর থেকে পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও বৈষম্যবিরোধী আন্দোলন এবং সর্বস্তরের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন কাজিপাড়া মসজিদের ইমাম মুফতি আলমগীর হাবিব এবং মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুন অর রশিদ।
বক্তারা চট্টগ্রাম আদালতে ইসকনের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ইসকন ইতিপূর্বে পার্বত্য বান্দরবানে সংঘটিত ব্যাংক ডাকাতিসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।
এসময় রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।