খাগড়াছড়ি
দেশব্যাপী ধর্ষন ও হত্যার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন


শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা মহিলা দল।
রবিবার(২৩ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন. বিচারহীনতার কারণে দেশে শিশু-নারী ধর্ষন, নিপীড়নসহ নারী ও শিশুরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে। বিচারহীনতার কারণে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা মহিলাদল ও বিভিন্ন উপজেলা, পৌর শাখার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে শিশু ও নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরনের প্লে-কার্ড বহন করা হয়।
Facebook Comment