দেশীয় তৈরী এলজিসহ পানছড়িতে ১২ মামলার আসামি আটক
নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:
দেশীয় তৈরি সক্রিয় এলজি ও এক রাউন্ড তাজা গুলিসহ মো. ময়নাল হোসেন ভূট্টো (৩৫)নামের এক আসামিকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়’টার দিকে পানছড়ি হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত আঃ সোবাহান এর সন্তান।
থানা সূত্রে জানা যায়, সে বর্তমানে দুটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার পুলিশ পরিদর্শক মো. নুরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে অস্ত্রসহ আটক করে। তার নামে অত্র থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলা বিচারাধীন, ২টি মোবাইলে কোর্টে সাজা ও ৩টি তদন্তাধীন। পানছড়ি থানার ওসি ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: আটক, আসামি, এলজিসহ
Facebook Comment