দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে পাহাড়ে ১০ হাজার কোটি টাকার কাজ চলছে: পার্বত্যমন্ত্রী

fec-image

বান্দরবানের লামা উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৭নভেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এক বছরের মধ্যে কাজ সম্পন্ন করবে নির্মাণকারী প্রতিষ্ঠান মের্সাস অনন্ত বিকাশ ত্রিপুরা।

পরে মন্ত্রী এলজিইডি, গণপূর্ত, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মোট ৪৬ কোটি টাকার ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।

প্রকল্পগুলোর উদ্বোধন শেষে লামা উপজেলা পরিষদের সামনে সুবিধাভোগী মানুষসহ এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন পার্বত্যমন্ত্রী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় পাহাড়ের উন্নয়নও এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা এসব ভবন পেয়েছি।

তিনি বলেন, শান্তি চুক্তির পর তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়া বক্তব্যে তিনি বর্তমান সরকারের অধীনে রাস্তাঘাট পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, স্কুল কলেজ সরকারীকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. হেলাল উদ্দিন আহমদ, এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌর মেয়র জহিরুল ইসলামসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন