সর্পিল-বন্ধুর পথে মাউটেন্ট বাইকে তিন’শ কিলোমিটারের যাত্রা শুরু

দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পাহাড়ের শান্তিতেও খুশি নয় : তথ্যমন্ত্রী

fec-image

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। দেশের শান্তিতে যারা খুশি নয়, তারাই পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নে খুশি নয়।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে রাঙ্গামাটির সাজেক ভ্যালীর জিরো কিলোমিটারে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটির সাজেক থেকে বান্দরবানের থানচি পর্যন্ত ৩০০ কিলোমিটার পথে মাউটেন্ট বাইক প্রতিযোগিতার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার মনোযোগী জানিয়ে মন্ত্রী আরও বলেন, পর্যটন খাতকে বিকশিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মাউটেন্ট বাইক প্রতিযোগিতাও তন্মধ্যে একটি। পাহাড়ে উন্নয়নের লক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তথা সরকার আন্তরিক।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তা-জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটির সাজেক ভ্যালী থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর বান্দরবানের থানচিতে গিয়ে। ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার এ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ প্রতিযোগী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন