দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত জামায়াত ইসলামী
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামী প্রস্তুত আছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা শাখার জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামীর নেতারা বলেন, দ্বীন প্রতিতষ্ঠায় ভীতিহীন জনগণের মতামতে সরকার গঠন হলে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত নেতারা।
জামায়াতের নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত আজকের যে নতুন বাংলাদেশ হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখার প্রকাশনা সম্পাদক ইউসুফ, জেলা জামায়াতের শূরা সদস্য মো. ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলার সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলার আমির ইলিয়াস, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলার সভাপতি মাইন উদ্দিন ও জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার।