parbattanews

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত: আইইডিসিআর

ফাইল ছবি

শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। যশোরে কোয়ারেন্টাইনে ভারতফেরত ৪ জনের নমুনায় এ ধরন শনাক্ত হয়েছে।

ভারতের করোনার ধরনটির নাম B.1.617। এটি ভারতে ছড়িয়ে পড়ার পর দেশটির স্বাস্থ্যখাতে তীব্র সঙ্কট তৈরি হয়। দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য যে, একদিনে চার হাজার মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়ে ফেলল ভারত। গত শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ভারতের নতুন ধরনের করোনা ভ্যারিয়েন্ট (ধরন) কোনোভাবেই যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। গত ২৬ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

Exit mobile version