parbattanews

দেশে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৪০৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ৪০৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮১ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনে পৌঁছেছে।

রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬৫১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ।

সূত্র : ইউএনবি

Exit mobile version