দেশে ফিরলেন রাজস্থলীর নির্যাতিত বিএনপি নেতা আল-আমিন

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আল-আমিন। তিনি আ.লীগ সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন সৌদি আরবে নির্বাসনে ছিলেন।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।এলাকাবাসী জানান, আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা-মামলা, হুমকি দিয়ে মো. আল-আমিনকে দেশত্যাগ করতে বাধ্য করে। পরবর্তীতে তাকে হামলা মামলায় আটকাতে ব্যর্থ হয়ে তাঁর পিতা মোল্লা জসিমকে জায়গা জমিসহ বিভিন্ন মামলায় আসামি করে।তাই হাসিনা সরকারের পতনের পর আল-আমিন জন্মভূমিতে ফিরে আসায় রাজস্থলী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনসহ তাঁর এলাকাবাসী উচ্ছ্বসিত।উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ প্রতিবেদককে জানান, আ.লীগ আমলে বিএনপির কোন নেতা কর্মী সভা সমাবেশ করতে পারেনি। শুধু নির্যাতিত হয়।আজ ১৬ বছর পর রাজস্থলী উপজেলায় নির্ভয়ে চলাফেরা করছে বিএনপি ও সাধারণ জনগন। ফ্যাসিস হাসিনা কে দেশে এনে বিচারের আওতায় এনে ফাঁসির কাট গড়ায় উঠাতে হবে।
ঘটনাপ্রবাহ: পার্বত্য জেলা, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন