দেড় বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

fec-image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৮০১ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮ টি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৪৩ জন। যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপরই রয়েছে ঢাকা বিভাগ, ৩ জন। এ ছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে খুলনা, বরিশাল ও ময়মনসিংহে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন