parbattanews

দেড় বছর পর বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

করোনাকালীন সময়ে দীর্ঘদিন ধ‌রে অনলাইনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করার পর অব‌শে‌ষে প্রায় দেড় বছর পর স্বশরী‌রে বান্দরবান বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ক্লা‌সের কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৬ অক্টাবর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যলয়ে স্বশরীরে ক্লাস শুরু হয়। এসময় শ্রেণি কার্যক্রম উদ্বোধন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ.এফ ইমাম আলি।

এসময় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ.এফ ইমাম আলি বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীদের দক্ষ ও সুনাগরিক হিসে‌বে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তিনি বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় তিনশত ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে। তিনটি অনুষদ এর অধীনে বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যলয়ে ইংরেজি, গভার্নেন্স এন্ড ডে‌ভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজ‌মেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পাচঁটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে। করোনাকালীন কঠিন পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থে‌মে থাকেনি। আগামী স্প্রিং ২০২২ সালের সেমিস্টারের জন্য নতুন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে ব‌লেও জানান তি‌নি।

এর আ‌গে প্রত্যেক ছাত্র ছাত্রী‌দের ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান শিক্ষকরা। এসময় অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছারসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

Exit mobile version