দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি কাউখালী উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা সকলের দায়িত্ব।
তিনি বলেন, একজনের ভোট অন্যজন দিবেন সেই দিন শেষ। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। কেউ ভোটারদের বাঁধা প্রদান করলে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), রাঙ্গামাটির সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাবুয়ার মৌজা হেডম্যান ও সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরী, ওসি রাজিব চন্দ্র নাথ, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, কলপিতর মৌজা হেডম্যান মংমং মারমা।