parbattanews

দ্বিতীয় দিনেও বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের সঙ্গে আহও যোগাযোগ বন্ধ

টানা বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের বড় দুয়ারা এলাকা তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে আজও সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। ভারী বর্ষণ ও উজানের পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকাল থেকে এই সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে বুধবারও বান্দরবানে গুটি গুটি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলার লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদমের নিম্ম এলাকায় পানি সরে যায়নি এখনো। তবে এখনো পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের পাহাড় ধস বা দূর্ঘটনা ঘটেনি। বন্যার পরিস্থিতি সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় থেকে।

বান্দরবানের বাস মালিক সমিতির সদস্য কাজল কান্তি দাশ বলেন, বর্ষা এলেই প্রতিবছর জেলা শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন যায়। এতে মানুষের ভোগান্তির শিকার হতে হয়।

Exit mobile version