দ্বিতীয় ‘নকআউট’ ম্যাচ, টস জিতে ব্যাটিংয়ে স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচ, আরেকটি ‘নকআউট লড়াই’। আজ দিনের প্রথম ম্যাচে প্রথম নকআউটে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে উঠেছে আয়ারল্যান্ড।
দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের মধ্যকার। এখানেই সেই একই সমীকরণ, যে দল জিতবে নাম লেখাবে সুপার টুয়েলভে। হারলে বিশ্বকাপ শেষ।
এমন গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে টস জিতেছেন স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), মাইকেল লিস্ক, কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা, ওয়েসলে মাদভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, তেন্দাই চাতারা, ব্লেসিং মুজারবানি।