parbattanews

দ্বীপবাসীর সুবিধার্থে নৌ এ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে

ইউএনও মোঃ জামিরুল ইসলাম

মহেশখালী দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে নৌ এ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।সরকারি সেবাসমূহ যথাযথভাবে জনগণের দূর গোড়ায় পৌঁছিয়ে দিতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

সোমবার  (২৭ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর মিডিয়া ট্যুরের অংশবিশেষ হিসেবে মহেশখালীতে সাক্ষাৎকালে ইউএনও মোঃ জামিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ই-নথিতে সারা দেশের মধ্যে ১৪ তম স্থান অধিকার করেছি। প্রাথমিকভাবে মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী ও ছোট মহেশখালীতে ডিজিটাল কনটেন্টে কাজ চলছে। পরবর্তীতে পুরো মহেশখালীকে ডিজিটাল দ্বীপে রূপান্তর করাই আমাদের চিন্তাধারা।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ট্রানজিশন এন্ড রিকভারি ডিভিশনের প্রধান পেট্টিক শেরিগনন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর জর্জ ম্যাকলিয়ড, ডিজিটাল আইল্যান্ডের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার এমডি রেজাউল আল মাসুম, ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Exit mobile version