দ্রুত মোংলা বন্দর সম্প্রসারণ করবে ভারত

fec-image

ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ও ব্যস্ততম মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করবে বলে জানিয়েছেন দেশটির বন্দর, শিপিং ও নদীপথমন্ত্রী সর্বনানন্দ সোনোওয়াল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১০০তম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যেখানে গত ১০০ দিন সরকার কী কী কাজ করেছে সেগুলো তুলে ধরেন তিনি।

ভারতীয় মন্ত্রী জানান, তারা বৈশ্বিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চান। এর অংশ হিসেবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিত্তে বন্দরের সম্পসারণ কাজ করেছেন। এখন তারা খুব দ্রুত মোংলা বন্দরও সম্প্রসারণ করবেন। আর এই কাজটি করবে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড।

এছাড়া শ্রীলঙ্কার জাফনার কনকেসন্তরাইয়ের টার্মিনালগুলো সম্প্রসারণ কাজও ভারত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এরমধ্যে ভারতের তামিলনাড়ুর নাগাপাত্তিনাম এবং কনকেসন্তরাইয়ের মধ্যে নতুন ফেরি সেবা চালু হয়েছে বলেও জানান ভারতীয় মন্ত্রী।

তিনি বলেছেন, “আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই।”

গত জুন মাসে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। আজ এই সরকারের ১০০তম দিন পূর্ণ হয়েছে।

সূত্র: মিন্ট

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন