ধর্মীয় গুরুদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক সম্মেলন

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বাের্ডের আওতাধীন “টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের” রােয়াংছড়ি উপজেলায় প্রকল্পের সিফরডি কর্মসূচির আওতায় ৫৫ টি খ্রীষ্টান ধর্মীয় চার্চ থেকে শতাধিক ধর্মীয় গুরুদের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ ২০২২) অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা ব্যবস্থাপক থুইসাচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, জেলা প্রকল্প ব্যবস্থাপক আলুমমং, সহকারী প্রকল্প ব্যবস্থাপক নিরন্ত তঞ্চঙ্গ্যা ও অংসিং মারমা, জেলা কার্যালয়ের ট্রেনিং ই›স্ট্রাক্টর চৌম্রাচিং মারমা।
এ সময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ও শতাধিক সুশীল সমাজে ব্যক্তিবর্গ সম্মেললনে অংশগ্রহণ করেন।