ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারকৃত ২ ব্লগারকে জামিন দিল আদালত

ডেস্ক নিউজ:

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারকৃত চার ব্লগারের মধ্যে ২ ব্লগারকে জামিন দিল আদালত। রবিবার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরল হক শুনানি শেষে তাদের জামিন দেন।

জামিন প্রাপ্তরা হলেন, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ। এদিকে ব্লগার আসিফর মহিউদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তবে জামিন আবেদন না করায় ব্লগার মশিউর রহমান বিপ্লবের জামিন হয়নি।

এছাড়া ডিবি পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দাখিলকৃত অভিযোগ আমলে নেয়ার জন্য আগামী ২ জুন ধার্য করেছেন আদালত।

বিভিন্ন ধর্ম বিষয়ে আপত্তিকর লেখালেখির অভিযোগে গত ১৭ এপ্রিল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে (নন-এফআইআর) ওই অভিযোগ দুটি দাখিল করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় অভিযোগের ওই মামলা দুটি সিএমএম আদালত থেকে সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়।

মামলাগুলোর মধ্যে ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটি এবং ব্লগার মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গত ১ ও ৩ এপ্রিল থেকে ওই চার ব্লগার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জেলহাজতে আটক ছিলেন।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তি আইনে মামলায় মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’ সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’ ও ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন। তারা এ মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (স.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন