ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ : পুলিশের বাধা
খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণসহ সারা দেশে নারী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে পুলিশের বাধার মধ্যে বিক্ষোভ-
সমাবেশ করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়কের দিকে যেতে চাইলে গণপূর্ত কার্যালয়ের সামনে পুলিশের বাঁধার মুখে পড়ে।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের শাহেদুল হোসেন সুমন’ ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গণধর্ষণ, ছাত্রদল
Facebook Comment