ধর্ষণসহ ২৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও দলবদ্ধ ধর্ষণসহ ২৮ মামলার পলাতক আসামী আশিকুল ইসলাম ওরফে আশিক (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার আশিকুর ইসলাম ওরফে আশিক (৩০) কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্যণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারিসহ মোট ২৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জসিম উদ্দিন চৌধুরী বলেন, 'দীর্ঘদিন ধরে আশিক কক্সবাজারে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। তার হাত থেকে রেহায় পায়নি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যও। তার বিরুদ্ধে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বুধবার ভোরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় আশিকুর ইসলাম নিজের বাড়ীতে অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

জসিম জানান, আশিকুর ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আদালকে সোপর্দ করা হয়েছে।

ঘটনাপ্রবাহ: আসামী, কক্সবাজার, গ্রেপ্তার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন