parbattanews

ধর্ষণের দ্রুত বিচার দাবিতে বান্দরবানে মৌন প্রতিবাদ

সারাদেশের ন্যায় বান্দরবানেও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মৌন প্রতিবাদ করেছে কয়েকটি সংগঠন। বুধবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সম্মেলিত নাগরিক সমাজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও দূর্বার’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠানে মুখে কালো কাপড় বেঁধে এবং বিভিন্ন প্রতিবাদী লেখা সংবলিত ফেস্টুন হাতে নারী-পুরুষ অংশ নেয়।

এসময় নারী নেত্রীরা বলেন- বিচারহীনতার সংস্কৃতি, আইনের শাসনের অভাবের কারণে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। এছাড়াও মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক অভাব, আকাশ-সংস্কৃতির বিস্তারের কারণে এ ধরণের অপরাধ প্রবণতা বেড়েছে।

এসময় তারা ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নারী নেত্রী ডনাই প্রু নেলী, পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অংচ মং মার্মা, এ্যাডভোকেট মাধবী মার্মা, মানবাধিকার কর্মী শিরিন আক্তার উপস্থিত ছিলেন ।

Exit mobile version