ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে টেকনাফে মানববন্ধন

fec-image

টেকনাফে পৃথকভাবে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৃথকভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল দুইটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনের প্রধান সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্য মোর্শেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা, সহ সমন্বয়ক জসিম উদ্দিন ইমন, সহ সমন্বয়ক বাহা উদ্দিন, এস, এন আবছার।

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড আইন পাশ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে বিকাল পাঁচটায় টেকনাফ পৌর এলাকার শাপলা চত্বরে নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন, সাম্প্রতিক বিভিন্ন ধর্ষণ, গণধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অপর একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াইক্যং ইউনিটের সভাপতি মাওঃ নিয়ামত উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুইল ইসলাম সায়েম, আরিফুল ইসলাম রাফি, ইসলামী আন্দোলনের রবিউল হাসান।

সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সারা দেশে ধর্ষণের মহৌৎসব চলছে। দেশ আজ বিবস্ত্র হয়েছে। তাই ধর্ষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নই তো আমাদের মা-বোনের ইজ্জত বাঁচানো দায় হবে। এসময় শত শত ছাত্ররা বিভিন্ন প্লে-কার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফে, ধর্ষণের শাস্তি, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন