খাগড়াছড়িতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করলো পুলিশ

fec-image

“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশগড়ি” এই স্লোগানে সারা দেশের মত খাগড়াছড়ির জেলার ৪৭টি বিটেও ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির তৈরির লক্ষ্যে পুলিশিং সমাবেশ হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: আব্দুল আজিজ।

গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন। সমাবেশে অংশগ্রহণকারী, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্লেকার্ড প্রশদর্শন করে সাধারণ মানুষকে ধর্ষণ ও নারী নির্যাতনের সোচ্চার হওয়ার আহবান জানান।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জেলার অন্যান্য বিটের উদ্যোগেও ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশ সদস্যরা ছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন