parbattanews

ধানের নায্য মূল্যের দাবিতে বান্দরবান বিএনপি’র স্মারকলিপি

বান্দরবান জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

কৃষকের ধানের নায্য মূল্য প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা বিএনপি।

মঙ্গলবার (২১ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, উৎপাদন খরচ থেকে ৩শ’ টাকা কমে প্রতিমন ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। প্রতি বিঘা জমিতে কৃষকের ক্ষতি হচ্ছে ২ হাজার টাকা। সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও কৃষকের হাতে যাচ্ছে ৪শ’ ৫০ থেকে ৫শ’ টাকা। তাই কৃষকদের রক্ষা করতে সরাসরি ধান কেনার দাবি জানান তারা।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণির নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিবুর রশিদ, আবু মূছা, আবুল বাশেম, হেলাল উদ্দিন প্রমুখ।

Exit mobile version