ধুরুংবাজারে অগ্নি নির্বাপক স্টেশন উদ্বোধন


কুতুবদিয়া ধুরুং বাজারে অগ্নিকাণ্ড প্রতিরোধে বণিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপক স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে বাজারে পাম্প মেশিন বসিয়ে স্টেশনটির নির্ধারিত স্থানে প্রাথমিকভাবে এটি সচল করা হয়।
ধুরুং বাজার বণিক কল্যাণ সমিতির সদস্যরা জানান, ইদানিং বাজারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচেতনা বৃদ্ধি ও ক্ষয়ক্ষতি রোধে সমিতির নিজস্ব অর্থায়নে ৪০০ ফুট পাইপসহ বাজারে বড় পুকুরে পাম্প মেশিন বসিয়ে অগ্নিনির্বাপক স্টেশন উদ্বোধন করা হয়।
এসময় বণিক কল্যাণ সমিতির সদস্য সচিব ও বাজারের ইজারাদার কামরুল হাসান সিকদার, সমিতির সদস্য মো. বাদশা, এসকেএস রণি, মো. এহছান, অফিস সহকারী বেলাল হোছাইনসহ বাজারের ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: অগ্নি নির্বাপক, উদ্বোধন, ধুরুংবাজারে
Facebook Comment