parbattanews

ধুরুং হাই স্কুলে ভর্তি লটারীতে ১ম ৩ ছাত্রী

কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারীতে প্রথম হয়েছে ধুরুং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পায়েল দেবী নাথ।একই বিদ্যালয়ের আরও দুই ছাত্রী সুমাইয়া মুস্তাফা দ্বিতীয় ও তাজরিন তানহা তুসমি তৃতীয় হয়েছে লটারীতে।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকালে ধুরুং ষ্টেডিয়ামে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি কার্যক্রমের লটারী অনুষ্ঠিত হয়। লটারী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী উপস্থিত ছিলেন।

ধুরুং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার আলম বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারীতে প্রথম ৩ জনই লেখা-পড়ায়ও মেধাবী।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছে। লটারীতে তারা ৪টি শাখায় মোট ৩৫০ জন শিক্ষার্থী ভর্তি নেবেন। লটারীতে ১ম,২য় ও ৩য় তিন জনই ছাত্রী এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানান তিনি। এসময় ভর্তির লটারীতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।

Exit mobile version