parbattanews

নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করলো পাকিস্তান জবাবদিহি আদালত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের জবাবদিহি আদালত। এই রায়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নওয়াজ শরীফ। বিপুল অঙ্কের বেনামি সম্পত্তি রাখার অভিযোগে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিল পাকিস্তানের জাতীয় জবাবদিহি আদালত। নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য বলে ঘোষণা করে দিল পাকিস্তানের এ আদালত। শুক্রবার আদালত এক রায়ে এ ঘোষণা দেয়। একই আদেশে আদালত অর্থমন্ত্রী ইসহাক ধরকেও অযোগ্য ঘোষণা করেছে। পাকিস্তানের জিও টিভি প্রকাশিত খবরে একথা বলা হয়েছে।

পানামা পেপাস মামলার ৫ টি রায়ের সবগুলোই পাকিস্তানের এই প্রধানমন্ত্রী, তার কন্যা মারিয়াম, পুত্র  হোসাইন এবং হাসানের বিরুদ্ধে গিয়েছে।

বিস্তারিত আসছে….

Exit mobile version