parbattanews

নতুন পদ্ধতির সৃজনশীল প্রশ্নপত্র শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ, আগের পদ্ধতি বহাল রাখার দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ

DSC_0186

কক্সবাজার প্রতিনিধি :
এসএসসি পরীক্ষায় গত বছরের মতো কাঠামোর ভিত্তিতে সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আগামী ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ৭টি সৃজনশীল ও ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের কাঠমোর ভিত্তিতে প্রনয়ণকৃত প্রশ্নপত্র পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অথচ ২০১৫ সালেও এসএসসি পরীক্ষা অনুষ্টিত হয়েছে ৬টি সৃজনশীল ও ৪০টি বহুনির্বাচনী প্রশ্নপত্র পদ্ধতিতে। এতে অল্প সময়ে ৭টি সৃজনশীল প্রশ্ন লিখতে গিয়ে অতিরিক্ত মানসিক চাপে পড়তে হবে। যেখানে আগের পদ্ধতিতে একটি প্রশ্নের উত্তরের জন্য সাড়ে ২৩ মিনিটের বেশি সময় পাওয়া যেতো, এখন নতুন পদ্ধতিতে সময় পাওয়া যাবে প্রায় সাড়ে ২১ মিনিট। এজন্য আমরা আগের প্রশ্নপত্রের কাঠামোর ভিত্তিতে পরীক্ষা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী একরামুল হক জয়ের সভাপতিত্বে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈমা’র সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন , মো. আরাফাত হোসেন, জাহেদা আলম জেনী, আলী হোসেন, জান্নাতুল মাওয়া, সাবরিনা ইসলাম, মঈনুদ্দিন মো. যুবরাজ চৌধুরী, মো. ইব্রাহিম, নুরুল ইসলাম পারভেজ, মহিম উদ্দিন হৃদয়, আমিনুল কবির রিয়াদ, মোহাম্মদ তারেক, রবিউল হোসেন, আব্দুর রহমান, মো. রুবেল হোসেন।

সমাবেশের আগে কক্সবাজার শহরের বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হন। কর্মসূচীতে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুল, বায়তুশ শরফ জবক্ষারিয়া একাডেমী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার পাবলিক এয়ারপোর্ট হাই স্কুল, আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মোজাম্মেল মেমোরিয়াল স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা আগের নিয়মে প্রশ্নপত্র প্রনয়ণের দাবিতে ১৭ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদানের কর্মসূচীও ঘোষণা করেন।

Exit mobile version