parbattanews

নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস পৌঁছে দিতে হবে: রাবিপ্রবি ভিসি

নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস পৌঁছে দিতে হবে। তাহলে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে বলে মন্তব্য করেছেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য (ভিসি) প্রফেসর ড. সেলিনা আখতার।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি ড. সেলিনা আখতার বলেন, ‘আমরা পরাধীনতার শিকলে বন্দি ছিলাম। পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন না হলে আমরা পরাধীন থেকে যেতাম। স্বাধীনতার সূর্যের দেখা আমরা পেতাম না।’

ভিসি আরো বলেন, ‘তরুণরা আমাদের প্রাণ। তাদের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে। তাই তাদের মাঝে দেশের সঠিক ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে হবে। দেশে প্রেমে তাদের উদ্বুদ্ধ করতে হবে।’

রাবিপ্রবি’র রেজিস্টার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল সিকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন।

এদিকে সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শিক্ষকবৃন্দরা মোমবাতি প্রজ্জ্বলন করেন।

Exit mobile version