নতুন প্রজন্ম আবৃত্তি ,বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী হোক: ফারহানা তৃনা

কাব্য কুহুক-এর সভাপতি, আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা বলেন,“ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এবং  বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে-আবৃত্তির মাধ্যমে এই বার্তাটি আমরা উপস্থাপনার চেষ্টা করেছি।  দেশের শান্তি সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠায় সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আমরা চাই  নতুন প্রজন্ম আবৃত্তির প্রতি,বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুক ।” শনিবার (২২ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আবৃত্তি সংগঠন কাব্যকুহুক এর পরিবেশনায় এসব কথা বলেন ফারহানা তৃনা। এসময় কাব্যকুহুকের সদস্যরা একক ও দলগত পরিবেশনান মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করেন। নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধির লক্ষ্যে আবৃত্তি সংগঠন কাব্যকুহুক এর পরিবেশনায় ‘একটি বাংলাদেশ’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন-আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ‘ফারহানা তৃনা’। পরিবেশনায় ছিলেন কাব্যকুহুকের সদস্যবৃন্দ।‘একটি বাংলাদেশ’ আবৃত্তি প্রযোজনায়  ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। এই প্রযোজনায়  নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীরা তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন অনন্য পরিবেশনার মধ্য দিয়ে। মনোমুগ্ধকর এই আয়োজনে দেশের বিশিষ্ট  আবৃত্তিশিল্পী মাসকুর-ই-সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন