নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলোনা কুতুবদিয়ার সুবাহ‘র
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2021/01/Pic-Subah.jpg)
কুতুবদিয়ায় লবনবাহি ট্রলি চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) উত্তর ধুরুং পরিষদের পাশে দুর্ঘটনার শিকার হয় ওই ছাত্রীটি। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, উত্তর ধুরুং আকবর বলীর পাড়ার জাকিরুল আলমের শিশু কন্যা জায়রিন সুবাহ্ (৭) ধুরুংবাজারে একটি কেজি স্কুল থেকে বই নিয়ে রিক্সাযোগে বাসায় ফিরছিল। রিক্সা থেকে নেমে পিতার অফিসে আবাসিক বাসায় যেতে আজম সড়ক পার হতে গেলে একটি লবনবাহি ট্রলি চাপা দেয়।
দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক শিশুটি মৃত বলে জানান। গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সুবাহ’র পিতা তাকে ওই স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করে দেন। জাকিরুল আলম উত্তর ধুরুং ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত।
ট্রলিটি এলাকাবাসী আটক করেছে। লেমশীখালী ইউনিয়নের জনৈক আরিফের ট্রলি বলে জানা গেছে। থানার ওসি (তদন্ত) মো: জুয়েল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশুটির ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন তারা।