নাইক্ষংছড়িতে তৃতীয় দফায় ৭ শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা সংকটে নাইক্ষ্যংছড়িতে কর্মহীন ৭ শত পরিবারকে প্রণোদনার ৩য় ধাপে বিতরণ করা হয়েছে শনিবার থেকে।
জনসমাগম এড়ানোর জন্য উপকারভোগীর সামাজিক দুরুত্ব বজায় রেখে ১১ এপ্রিল শনিবার থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাদিয়া আফরিন কচি।
বান্দরবান পার্বত্য জেলা ও সকল জনপ্রতিনিধিগণের সাথে সমন্বয়ের মাধ্যমে দরিদ্র ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের কাছে এ ত্রাণ বিতরণের কথা নিশ্চিত করেন উপজেলা নিবার্হী অফিসার।
তিনি জানান, প্রতিটি প্যাকেটে থাকছে, ১০ কেজি করে চাল, ৭৫০ গ্রাম করে পেঁয়াজ, ৫০০ গ্রাম করে লবণ ও ৫০০ গ্রাম করে তৈল।
তিনি আরও জানান, সরকার এর আগে ২ দফা ত্রাণ দেন কর্মহীনদের মাঝে। শনিবার থেকে তৃতীয় দফা ত্রাণ দিয়ে পাহাড়ের মানুষকে করোনা ভাইরাস দূর্যোগে আন্তরিক সহায়তা করছেন সরকার।