নাইক্ষংছড়িতে ভিন্নধর্মী আবৃত্তি উৎসব
বাইশারী প্রতিনিধি:
‘বাজুক প্রাণে প্রাণে সত্য ও সুন্দরের ধ্বনি-প্রতিধ্বনি’ স্লোগান নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে কবি পারভেজ চৌধুরীর ভিন্নধর্মী আবৃত্তি উৎসব।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি স্কলার্স সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তারের সভাপতিত্বে আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।
স্কলার্স সোসাইটির উদ্যোক্তা ও নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের প্রভাষক হাসান আহমেদ সোবহানির প্রানবন্ত সঞ্চালনায় উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের উখিয়ার কবি সিরাজুল হক, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কবি ও প্রাবন্ধিক চৌধুরী বাবুল বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের সহকারি অধ্যাপক জসিম উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমুখ।