parbattanews

নাইক্ষংছড়িতে ১ সপ্তাহে করোনা শনাক্ত ৮ জনের

নাইক্ষ্যংছড়িতে করোনার গতি ঊর্ধ্বগামী। গত ১ সপ্তাহে করোনা শনাক্ত ৮ জনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এজেট মো. ছলিম বলেন,শৈত প্রবাহ চলছে দেশ জুড়ে। বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশী।

সপ্তাহান্তে দেশের অন্যান্য এলাকার ন্যায় নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবে করোনার নমুনা পরীক্ষা করতে অনেক ভয় পান। আবার অনেকে অবহেলা করে নমুনা দিতে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।

তিনি আরও বলেন, তবুও গত ২৪ ঘন্টায় নাইক্ষ্যছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৬ জন। তাদের মধ্যে পজেটিভ আসে-১ জন। আর গত ১ সপ্তায় নমুনা দেন ২২ জন। পজেটিভ আসে-৮ জন।
এছাড়া হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছে,৭ জন। মোট কথা হলো করোনার গতি ঊর্ধ্বগামী।

হাসপাতালের এ কর্মকর্তা আরো নানান,করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জন। আর সুস্থ হয়েছে ২৭৬ জন। এদিকে করোনা সংক্রমন এড়াতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হ্যান্ডস্যানেটাইজার ও মাক্স সহ নানা সামগ্রী বিতরণ করছেন আর পরিকল্পনা হাতে নিয়েছেন।

Exit mobile version