নাইক্ষ্যংছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুকুরে ডুবে ৩ বছর বয়সি মো. শাহেদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটের সময় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চাকঢালা এলাকার অলিবকসুর মাঠ নামক এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহেদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ার ৬ নম্বর ওয়ার্ডের ফাত্রিকাটা এলাকার নাজির হোসেনের ছেলে।
পরে পরিবার ও স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুকে উদ্ধার করে সন্ধ্যার সময় নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে নিহতের লাশ ফাক্রিকাটাস্থ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, পানিতে ডুবে মৃত্যু, বান্দরবান
Facebook Comment