নাইক্ষ্যংছড়িতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। “মাদক দূরীকরণ, শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া” প্রতিপাদ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ছালেহ আহমেদ স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শক্তিশালী দুই দল মংথোয়াই একাদশ ধুংড়ী হেডম্যান পাড়া ও যৌথ খামার পাড়া একাদশ ক্লাবের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মংথোয়াই একাদশ ধুংড়ী হেডম্যান পাড়া ০-১ গোলে যৌথ খামার পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মাসরুরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য উফছা মারমা, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল ঘোষ রায়, নাইক্ষ্যংছড়ি ইয়ং স্টার ক্লাবের সভাপতি উছাই মং মারমা প্রমুখ।

খেলার পর প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দিয়ে বলেন, “এই উপজেলায় একদিন খেলোয়াড়রা দেশের হয়ে জাতীয় দলে খেলবে। এলাকার সুনাম বয়ে আনবে এই প্রতিভাবান খেলোয়াড়েরা।” তিনি বান্দরবানের সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন