নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবায়সহ যুবক আটক


বান্দরবানের সীমান্তে ৯ হাজার ৮৮০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ১১-বিজিবি। আটক যুবককে ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) মধ্য রাতে রামু উপজেলার কচ্ছপিয়ার পূর্ব হাজীপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করে বর্ডার গার্ড বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল রাতে ৯টার দিকে ওই এলাকায় ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ১১ বিজিবির একটি বিশেষ দলে ফলোআপ করতে থাকে। এক পর্যায়ে মিয়ানমার থেকে এককাট ইয়াবা এনে ককসবাজার পাচার কালে এ ইয়াবার কাটটি জব্দ করেন প্রথমে। পরপর আটক করা হয় ইয়াবা কারবারীকে। তার নাম মোঃ মামুন রশিদ (১৮)। সে কক্সবাজারের রামু উপজেলার পূর্ব হাজীপাড়া এলাকার নুরুল আলমের ছেলে ।
জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা বলে জানায় বিজিবি। তবে খুচরা বাজারে এর মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানান অভিজ্ঞরা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মাদক, চোরাচালান, অস্ত্র ও সন্ত্রাস রোধে বিজিবির অভিযান চলমান আছে থাকবে।

















